Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ নিজে সংসার পাতেননি। ভাইপোরাই(Nephews) ছিল সব। তাদের সঙ্গেই থাকতেন ৬৫ বছরের রাম সুমের গৌতম। বিগত কিছুদিন ধরে ভাইপোদের সঙ্গে বচসা বাঁধে। বচসা চরমে পৌঁছলে ভাইপোদের রাঁধা খাবার প্রত্যাখ্যান করেন তিনি। এরপরই কাকাকে বাড়ি থেকে বের করে দিতে চায় দুই ভাইপো। এই নিয়ে আরও তুমুল অশান্তি শুরু হয়। রবিবার সন্ধ্যায় ফের অশান্তি বাঁধলে ইট দিয়ে মাথা থেঁতলে রাম সুমের গৌতম নামে এক ব্যক্তিকে খুন করে দুই ভাইপো।

ভাইপোদের হাতে খুন কাকা

অভিযুক্ত দুই ভাইপোর নাম বালিরাম এবং সুমের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বখিরা এলাকার সুপা গ্রামে। ভাইপদের আক্রমণে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় অভিযুক্ত দুই ভাইপো বালিরাম এবং শক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। খুন সহ একাধিক মামলা রুজু করা হয়েছে এই দুই যুবকের বিরুদ্ধে। অন্যদিকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 খাবার খাওয়া নিয়ে বচসা, কাকাকে খুন করল ভাইপোরা