Eid Ul Fitr 2024: দেশের বিভিন্ন প্রান্তে চলছে নামাজ পাঠ, দিল্লিতে নামাজ পড়লেন বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি(দেখুন ভিডিও)

বুধবার সন্ধ্যায় ইফতার শেষে চাঁদের অপেক্ষায় ছিলেন সমস্ত রোজা পালনকারীরা। বিশ্বজুড়ে গতকাল ঈদ পালন হলেও গতকাল চাঁদ দেখার পর ভারতের মাটিতে আজ ঈদ পালনের ঘোষণা করা হয়।  দেশের আলাদা আলাদা রাজ্যের মসজিদগুলিতে ভিন্ন ভিন্ন সময়ে ইদের নামাজ পড়া হয়।

দিল্লিতে জামা মসজিদ, নিজামুদ্দিন দরগা, ফতেহপুরী মসজিদ, জামিয়া মিলিয়া ইসলামিয়া মসজিদ সহ একাধিক জায়গায় ইদের নমাজ পড়া হয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি ঈদ উপলক্ষে দিল্লির পাঞ্জা শরীফ দরগা, কাশ্মীর গেটে সকলের সঙ্গে মিলে নামাজ পড়েন। দেখুন ভিডিও-

 

বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন ঈদ-উল-ফিতর উপলক্ষে সংসদ রাস্তার মসজিদে নামাজ পড়লেন।

#WATCH | Delhi: BJP leader Shahnawaz Hussain offers namaz at Parliament Street Mosque, on the occasion of Eid-ul-Fitr. pic.twitter.com/8BVhN0y95M

তামিলনাড়ুর ইসলাম ধর্মাবলম্বীরা ঈদ-উল-ফিতর উপলক্ষে তিরুচিরাপল্লীর সৈয়দ মুর্তুজা স্কুল মাঠে নামাজ পড়ার জন্য জড়ো হয়েছেন।

ঈদ-উল-ফিতর উপলক্ষে মধ্যপ্রদেশের ভোপালের ইদগাহতে নামাজ পড়ছেন স্থানীয় মানুষ।দেখুন ভিডিও-

তামিলনাড়ুর কোয়েম্বাটুরের ইসলামিয়াহ ম্যাট্রিকুলেশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-উল-ফিতর উপলক্ষে নামাজ পড়ার জন্য ভিড়। দেখুন ভিডিও-