Eid-Al-Adha Guidelines (Photo Credits: X)

অমরাবতী, ৬ জুনঃ শুক্রবার, ৬ জুন গোটা দেশের মুসলিম সমাজে পালিত হচ্ছে কুরবানির ইদ অর্থাৎ ইদ-উল-আজহা (Eid-Al-Adha 2025)। এটি বকরি ইদ (Bakri Eid) নামেও পরিচিত। মুসলিম ধর্মে কুরবানির ইদ মানে কেবল পশু বলি নয়, কুরবানির মূল অর্থ ত্যাগ, 'ঈমান' রক্ষা করা । ইশ্বর বা আল্লাহর প্রতি নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে উৎসর্গ করা। ত্যাগ করা। বকরি ইদে গরু, বাছুর, উট বলি দেওয়া হয়। ইদ-উল-আজহা উপলক্ষে পশু বাজার বসে। কুরবানির জন্যে বিক্রি হয় বিভিন্ন পশু। সেখান থেকেই পশু কিনে কুরবানি দেয় মুসলিম ধর্মাবলম্বীরা। তবে ভারতে বিভিন্ন রাজ্যে গরু, বাছুর, উট জবাই নিষিদ্ধ। ইদ-উল-আজহা উপলক্ষে এবার অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) সরকার গরু, বাছুর, উট জবাই নিষিদ্ধ ঘোষণা করেছে।

ইদ-উল-আজহার আগেই অন্ধ্রপ্রদেশ সরকারের পশুপালন বিভাগ একটি নির্দেশিকা (Eid-Al-Adha Guidelines) জারি করেছে। তাতে জানানো হয়েছে, রাজ্যে ছাগল, ভেড়া, শূকর, মুরগি, হাঁস, মাছ জবাইয়ে অনুমোদন রয়েছে। কিন্তু গরু, বাছুর এবং উট জবাই কঠোরভাবে নিষিদ্ধ। নিষেধাজ্ঞা জারির পাশাপাশি এও জানানো হয়েছে, গরু, বাছুর, বা উট জবাই করার সঙ্গে যে বা যারা জড়িত থাকবে তাঁদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। অন্ধ্রপ্রদেশ গরু জবাই ও পশু সংরক্ষণ আইন, ১৯৭৭ অনুসারে এই নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে নজরদারির জন্যে পুলিশবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দিল্লির বিজেপি সরকারও একই নির্দেশিকা জারি করেছে। জানিয়েছে, বকরি ইদে গরু ও উট নিধন করা যাবে না। রাজধানীর নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এই নির্দেশিকা জারি করেছেন।