
নয়াদিল্লি, ৭ জুনঃ সৌদি আরব-সহ মধ্যপ্রাচ্য এবং এর বাইরে অনেক দেশেই ৬ জুন, শুক্রবার এই ঈদ পালিত হয়েছে। প্রথা মেনে পরের দিন ৭ জুন, শনিবার ঈদুল আযহা পালিত হচ্ছে ভারতে। এটি বকরি ইদ (Bakri Eid) বা কুরবানির ঈদ নামেও পরিচিত। মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হল ঈদুল আযহা ২০২৫ (Eid-Al-Adha 2025)। সাড়া বিশ্ব জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই ঈদ উদযাপন করেন। পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে হৈহৈ করে ঈদ উদযাপিত হয়। মুসলিম ধর্মে কুরবানির ঈদ পশু বলি দেওয়া হয়। তবে কুরবানি মানে কেবলই পশু বলি নয়, কুরবানির মূল অর্থ ত্যাগ, 'ঈমান' রক্ষা করা । ইশ্বর বা আল্লাহর প্রতি নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে উৎসর্গ করা। ত্যাগ করা। আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল এই ঈদুল আযহা। মুসলিমরা বছর ভর অপেক্ষা করেন এই দিনটির জন্যে। ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া? শনিবার দেশের বিভিন্ন প্রান্ত শুকনো থাকার পূর্বাভাসই দিল ভারতের আবহাওয়া দফতর (IMD)। তবে বৃষ্টিতে ভিজতে চলেছে মুম্বই এবং চেন্নাই।
যে কোন উৎসব, অনুষ্ঠানের দিনে বৃষ্টি ভণ্ডুল করে আনন্দ। বৃষ্টির জেরে ঘরবন্দি হয়ে থাকতে হয়। ফলে উৎসবের আনন্দটাই পুরো মাটি হয়ে যায়। তবে আজ শনিবার দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরু, শিমলা, কলকাতা শহরের আকাশে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। বৃষ্টির পরিবর্তে উলটে রাজধানীতে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে দিল্লির তাপমাত্রা। হায়দরাবাদে সামান্য বৃষ্টির সম্ভাবন থাকলেও তা বেশিক্ষণের নয়। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ছুঁইতে পারে। শিমলায় আজ শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।
ঈদের দিন কলকাতার আকাশ দিনভর পরিষ্কারই থাকবে। তবে দুপুরের পরে কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি। মুম্বই এবং চেন্নাই ভিজতে চলেছে ঈদে। ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।