ইন্দোর, ২৮ জানুয়ারি: বার্ড ফ্লু সংক্রমণ দেখা দেওয়ার পরে ইন্দোর (Indore) ও নিমচ জেলায় মাংসের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার (Madhya Pradesh government)। যদিও অনেকেই অন্য পন্থা অবলম্বন করে দেদার মাংস বেচছেন। বাদ যাচ্ছে যা পাবলিক টয়লেটও। সেখানে বিক্রি হচ্ছিল ডিম (Eggs) ও মাটন (Mutton)। বিক্রি করছিলেন পাবলিক টয়লেটের কেয়ারটেকার। যদিও ধরা পড়ে এখন বিপাকে। ইন্দোর মিউনিসিপাল কর্পোরেশনের (আইএমসি) পরিদর্শনকালে এই কাণ্ড সামনে আসে।
আইএমসির অতিরিক্ত কমিশনার অভয় রাজনগাঁওকার বলেন, "ডিম ও মাটন বিক্রির জন্য পাবলিক টয়লেট ব্যবহার করা হচ্ছে জানতে পেরে আমার পরিদর্শনে গেছিলাম। কেয়ারটেকারকে তিরস্কার করা হয়েছে। তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সুলভ ইন্টারন্যাশনাল এনজিও-র বিরুদ্ধে নোটিস জারি করে আমরা ২০ হাজার টাকা জরিমানা করব।" আরও পড়ুন: Bombay High Court: প্যান্টের জিপ খুলে যৌনাঙ্গ প্রদর্শন যৌন নির্যাতন নয়, ফের বিতর্কিত ব্যাখ্যা বম্বে হাইকোর্টের
Public toilet caretaker in Indore, Madhya Pradesh, found storing eggs & food items for business purposes
"He was found storing eggs & meat cutting instruments. He's been fined Rs 1,000 & org operating the toilet will be fined Rs 20,000," says Indore Nagar Nigam Addl Commissioner pic.twitter.com/e5QONyvrTm
— ANI (@ANI) January 28, 2021
কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ সার্ভেচনার অধীনে ২০১৭ সাল থেকে টানা চার বছর ইন্দোর দেশের স্বচ্ছতম শহর হিসাবে প্রশংসা পেয়েছে।