Representational Image (Photo Credits: Wikimedia Commons)

কলকাতা, ১৭ জুলাই: প্রকাশিত হল এবছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WBCHSE HS Result 2020)৷ মোট পাসের হার ৯০.১৩ শতাংশ। ছেলেদের পাসের হার ৯৯.৪৪ শতাংশ। মেয়েদের পাসের হার ৯০ শতাংশ ৯৯.৮% নম্বর অর্থা ৪৯৯ এবছরের সর্বোচ্চ নম্বর। এবার কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। পাসের হারের নিরিখে এগিয়ে কলকাতা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কালিম্পং। সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। বিকেল চারটে থেকে ওয়েবসাইটেই ফল দেখা যাবে। নেওয়া যাবে রেজাল্টের প্রিন্টআউটও।

৩১ জুলাই মার্কশিট দেওয়া হবে। ওই দিন দুপুর দুটোয় বিভিন্ন বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলিকে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া শুরু হবে। সামাজিক দূরত্ব মেনে স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন অভিভাবক কিংবা পরীক্ষার্থীরা।

যে সব ওয়েবসাইটের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফলাফল জানা যাবে: 

http://wbresults.nic.in,

www.exametc.com,

www.results.shiksha,

www.westbengal.shiksha,

www.westbengalonline.in,

www.indiaresults.com,

www.jagranjosh.com,

www.technoindiagroup.com,

www.technoindiauniversity.ac.in,

http://tigpublicschool.org এবং

www.fastresult.in

এসএমএসের মাধ্যমে ফল জানতে WB12 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৫৪২৪২, ৫৬৭৬৭৫০, ৫৬২৬৩-এ পাঠাতে হবে।