উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশ হল আজ। ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অফ টকনিক্যাল অ্যআন্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলেপমেন্ট (State Council of Technical and Vocational Education and Skill Development) তাদের সরকারি ওয়েবসাইটে ফলা প্রকাশ করেছে। অনলাইনে ফল জানতে সরকারি ওয়েবসাইট যেতে পারেন অথবা wbresults.nic.in- এই ওয়েবসাইটে গিয়েও ফল জানা যাবে।
কীভাবে অনলাইনে ফলাফল জানবেন:
প্রথমে wbresults.nic.in- এই ওয়েবসাইটে যান
হোম পেজে “Higher Secondary (Vocational) Examination, 2020” লিঙ্কে ক্লিক করুন
নতুন একটি পেজ খুলে যাবে
প্রয়োজনীয় তথ্য অর্থাৎ রোল নম্বর ও জন্ম তারিখ দিন
এবার রেজাল্ট দেখা যাবে
এরপর রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট করে নিন