নয়াদিল্লি: নয়া শিক্ষা নীতি (New Education Policy) নিয়ে অনেক বিতর্ক (Controversy) চলছে। এর সাহায্যে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার (BJP-led Central Government) ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) ভারতকে (India) হিন্দু গণতন্ত্রের তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করছে বিরোধীরা। বিভিন্ন অবিজেপি শাসিত রাজ্যে ইতিমধ্যে নয়া শিক্ষানীতির বিরুদ্ধে তাদের আপত্তির কথা জানিয়েছে সেখানকার সরকাররা। যদি তাতে কোনও হেলদোল নেই কেন্দ্রের।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার নয়া শিক্ষানীতির স্বপক্ষে মুখ খুললেন এই বছরের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা ঈশিতা কিশোর (UPSC Civil Services Exam topper, Ishita Kishore)। নয়া শিক্ষানীতির সাহায্যে ভারত একধাপ এগিয়ে যাবে (taking a step forward) বলেও দাবি করেন তিনি।
এপ্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইয়ের সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "নতুন শিক্ষানীতির সাহায্যে ভারত একধাপ এগিয়ে যাবে। আমি আশা করি, ২০৪৭ সালের মধ্যে সাধারণ সুবিধাগুলি (basic facilities) শেষপ্রান্ত (last mile) পর্যন্ত পৌঁছে যাবে। প্রতিটি মানুষ (everyone) বিশেষ করে মহিলারা (women) নূন্যতম সুবিধা-সহ জীবনযাপন (minimum standard of living) করতে পারবেন।" আরও পড়ুন: Masked Aadhaar: মাস্কড আধার ব্যবহার করে আপনার তথ্য সুরক্ষিত রাখুন এইভাবে
দেখুন ভিডিয়ো:
#WATCH | "With the New Education Policy, India is taking a step forward. I hope in India in 2047, the basic facilities are available to the last mile, everyone should have that minimum standard of living especially women," says UPSC Civil Services Exam topper, Ishita Kishore pic.twitter.com/IB8x2Q5TkK
— ANI (@ANI) May 27, 2023