NCERT Revises Class 12th History Textbooks: দ্বাদশ শ্রেণীর সিলেবাসে বদল আনতে চলেছে এনসিইআরটি
ফাইল ফটো

দ্বাদশ শ্রেণীর সিলেবাসে  এবার বেশ কিছু বদল আনতে চলেছে এনসিইআরটি। নতুন সিলেবাসে ইতিহাস থেকে মুঘল চ্যাপ্টার বাদ পড়তে চলেছে বলে জানা যাচ্ছে। এর ফলে সিবিএসই সহ আরো যে সমস্ত বোর্ড রয়েছে  এনসিইআরটির অধীন এরকম সব রাজ্যের বোর্ডের ক্ষেত্রেই পরিবর্তিত হবে এই সিলেবাস।

২০২৩-২০২৪ এ এই নতুন সিলেবাস আনতে চলেছে ন্যাশন্যাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং । নতুন সিলেবাসে থাকছে না 'কিং এন্ড ক্রনিকলস্', 'মুঘল কোর্ট' সম্পর্কিত চ্যাপ্টারগুলি।যেগুলি থিমস অফ ইন্ডিয়ান হিস্ট্রি পার্ট ২ এর অর্ন্তভুক্ত।

ইতিহাসের পাশাপাশি কোল্ড ওয়ার, রাইজ অফ পপুলার মুভমেন্ট, এরা অফ ওয়ান পার্টি ডমিনান্স সহ বেশ কিছু টপিক সরানো হবে সিলেবাস থেকে।

ক্লাস ১১ এর বই থেকে 'থিমস ইন ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে সেন্ট্রাল ইসলামিক ল্যান্ডস, কনফ্রনটেশন অফ কালচার, ইন্ড্রাস্ট্রিয়াল রেভোলিউশন সহ বেশ কিছু চ্যাপ্টার সরিয়ে ফেলা হচ্ছে।

ক্লাস ১০ থেকে ডেমোকক্রাসি এন্ড ডাইভারসিটি চ্যাপ্টারের মধ্যে ডেমোক্রাটিক পলিটিক্স ২, পপুলার স্ট্রাগলস এন্ড মুভমেন্ট, চ্যালেঞ্জেস টু ডেমোক্র্যাসি প্রভৃতি গুলিকে সরিয়ে ফেলা হচ্ছে।

এনসিইআরটি বোর্ডের অধীন সমস্ত স্কুলগুলিকে নতুন সিলেবাসের শিক্ষা চালু করা হবে জানা গেছে।