মুম্বই: তাপপ্রবাহের (Heatwave) জেরে আগামীকাল শুক্রবার অর্থাৎ ২১ এপ্রিল থেকে আগাম গরমের ছুটি (early summer vacation) ঘোষণা করা হল (announces) মহারাষ্ট্র সরকারের (Maharashtra government) অধীনস্ত সমস্ত প্রাথমিক (primary), মাধ্যমিক (middle) ও উচ্চমাধ্যমিক স্কুলে (higher secondary schools)। বৃহস্পতিবার রাতে এই কথাই ঘোষণা করা হল মহারাষ্ট্র সরকারের তরফে।
Maharashtra government announces early summer vacation for primary, middle and higher secondary schools of State board from 21st April, in view of heatwave conditions.
— ANI (@ANI) April 20, 2023
এদিকে মেঘালয়ের (Meghalaya) পূর্ব খাসি হিল জেলায় (East Khasi Hills district) অতিরিক্ত গরমের জেরে সেখানকার মৌসিনরাম ব্লকের (Mawsynram block) অন্তর্গত ডানগার (Dangar) এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান (All educational institutions) আগামীকাল থেকে এক সপ্তাহের জন্য বন্ধ করার নির্দেশ দিল জেলা প্রশাসন। পড়ুয়াদের গরমের হাত থেকে বাঁচাতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। আরও পড়ুন: Alwar Shocker: রেল লাইনের ধারে প্রস্রাবের ফল! বন্দে ভারত ট্রেনের ধাক্কায় গোরু ছিটকে এসে ঘাড়ে পড়ে মৃত বৃদ্ধ
Meghalaya | All educational institutions located around the Dangar area under Mawsynram block will remain closed from tomorrow for a week, due to the heatwave conditions: East Khasi Hills district administration pic.twitter.com/fxXfLZoIH9
— ANI (@ANI) April 20, 2023