প্রতীকী ছবি (Photo Credits: Unsplash.com)

জেইই অ্যাডভান্সড (JEE Advanced 2021) -র অ্যাডমিট কার্ড প্রকাশ হবে আজ। জেইই অ্যাডভান্সড ২০২১-র অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার জন্য আবেদনকারীরা। রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করা লগইন ক্রেডেনশিয়াল দিয়েই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। আজ রাত ৮টা থেকে অ্যাডমিট কার্ড প্রাশ করা হবে। ৩ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।। আগামী ৩ অক্টোবর জেইই অ্যাডভান্সড পরীক্ষা। ওই দিন হলে ঢুকতে অ্যাডমিট কার্ডের সঙ্গে একটি বৈধ পরিচয়পত্র নিয়ে যাওয়া বাধ্যতামূলক।

কী ভাবে অ্যাডমিট ডাউনলোড করবেন:

  • জেইই অ্যাডভান্সড ২০২১-র অফিসিয়াল ওয়েবসাইট- jeeadv.ac.in- এ যান
  • হোমপেজে 'JEE Advanced admit card'-এই লিঙ্কে ক্লিক করুন
  • নতন একটি পেজ খুলে যাবে
  • এবার অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ ইত্যাদি ব্যবহার করে লগইন করুন
  • পেজে অ্যাডমিট কার্ড দেখাবে
  • অ্যাডমিট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন

অ্যাডমিট ডাউনলোড করার পর তাতে থাকা নাম, রোল নম্বর, ছবি, স্বাক্ষর, জন্ম তারিখ, বিভাগ সহ অন্যান্য বিবরণ খতিয়ে দেখে নিন।

৩ অক্টোবর রবিবার নেওয়া হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (অ্যাডভান্সড)। পরীক্ষা দুটি শিফটে হবে-প্রথম শিফট সকাল ৯টা থকে বেলা ১২টা পর্যন্ত, পরেরটা হবে আড়াইটে থেকে সাড়ে ৫টা পর্যন্ত।