পরীক্ষা (Photo Credits: All India Radio News/ Facebook)

নতুন দিল্লি, ১৬ মে: আজই CBSE-র ক্লাস টেন ও ক্লাস ইলেভেনের বোর্ডের বাকি থাকা পরীক্ষা (Board Examinations) নেওয়ার সূচি প্রকাশ করা হবে। আজ এই ঘোষণা করেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক (Ramesh Pokhriyal)। তিনি জানান, বিকেল ৫টায় সূচি প্রকাশ করা হবে।

এর আগে CBSE জানিয়েছিল, ক্লাস টেন ও ক্লাস ইলেভেনের বোর্ডের পরীক্ষা ১ জুলাই-১৫ জুলাইয়ের মধ্যে বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়া হবে। ক্লাস টেনের চারটি বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে। সেগুলি হল হিন্দি, ইংরেজি, বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান। অন্যদিকে ক্লাস ইলেভনের পরীক্ষার্থীদের একইভাবে কম্পিউটার সায়েন্স, হিন্দি, ভুগোল, সমাজ বিজ্ঞান এবং বিজনেস স্টাডিজের পরীক্ষা দিতে হবে। আরও পড়ুন: JEE Main and NEET 2020 Exams Date: ঘোষণা হল জয়েন্ট এন্ট্রান্স মেইন ও নিট পরীক্ষার নির্ঘণ্ট, জেনে নিন কবে হতে চলেছে পরীক্ষা

এর আগে কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ঘোষণা করেন, জুলাইয়ের ১৯ থেকে ২৩ তারিখের মধ্যে নেওয়া হবে জয়েন্ট মেইন পরীক্ষা। ২৬ জুলাই হবে নিট পরীক্ষা। ২৩ অগাস্ট জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষার দিন চূড়ান্ত করা হয়েছে।