প্রতীকী ছবি (Photo Credits: Unsplash.com)

নতুন দিল্লি, ৪ জানুয়ারি: প্রকাশিত হল কমন অ্যাডমিশন টেস্ট বা CAT পরীক্ষার রেজাল্ট। এর ভিত্তিতেই IIM-এর বিভিন্ন কোর্সে ভর্তি নেওয়া হয়। ২৪ নভেম্বর এই পরীক্ষা হয়েছিল। CAT পরীক্ষায় বসা প্রার্থীরা iimcat.ac.in ওয়েবসাইট থেকে রেজাল্ট জানতে পারবেন। কোঝিকোড়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইটে CAT-2019-র ফলাফল প্রকাশ করেছে। প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন।

কীভাবে CAT ফলাফল দেখবেন:

দেশের ১৫৬টি শহরে ৩৭৬টি কেন্দ্রে CAT পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রার্থীরা সুযোগ পাবেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে ভর্তি হওয়ার। তার আগে যদিও ইন্টারভিউ পর্ব রয়েছে। IIM-এ ভর্তির ক্ষেত্রে CAT-এ ৯০% -এর বেশি নম্বর পাওয়া অত্যন্ত জরুরি। তবে IIM বাদে দেশের অন্য ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ভর্তির ক্ষেত্রে এর থেকে কম প্রাপ্ত নম্বর বিবেচিত হয়।