নতুন দিল্লি, ৪ জানুয়ারি: প্রকাশিত হল কমন অ্যাডমিশন টেস্ট বা CAT পরীক্ষার রেজাল্ট। এর ভিত্তিতেই IIM-এর বিভিন্ন কোর্সে ভর্তি নেওয়া হয়। ২৪ নভেম্বর এই পরীক্ষা হয়েছিল। CAT পরীক্ষায় বসা প্রার্থীরা iimcat.ac.in ওয়েবসাইট থেকে রেজাল্ট জানতে পারবেন। কোঝিকোড়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইটে CAT-2019-র ফলাফল প্রকাশ করেছে। প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন।
কীভাবে CAT ফলাফল দেখবেন:
- iimcat.ac.in ওয়েবসাইটে যান
- CAT Result Declaration লিংক খুঁজে তাতে ক্লিক করুন
- নিজের আইডি এবং পাসওয়ার্ড দিন
- সাবমিটে ক্লিক করুন
- আপনার স্ক্রিনে IIM CAT রেজাল্ট দেখা যাবে
- রেজাল্টের কপি ডাউনলোড করে প্রিন্ট করে নিন আরও পড়ুন: IBPS Clerk Prelims Result 2019 : ক্লার্ক পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করল আইবিপিএস, রেজাল্ট জানুন অনলাইনে
দেশের ১৫৬টি শহরে ৩৭৬টি কেন্দ্রে CAT পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রার্থীরা সুযোগ পাবেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে ভর্তি হওয়ার। তার আগে যদিও ইন্টারভিউ পর্ব রয়েছে। IIM-এ ভর্তির ক্ষেত্রে CAT-এ ৯০% -এর বেশি নম্বর পাওয়া অত্যন্ত জরুরি। তবে IIM বাদে দেশের অন্য ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ভর্তির ক্ষেত্রে এর থেকে কম প্রাপ্ত নম্বর বিবেচিত হয়।