প্রতীকী ছবি (Photo Credits: Getty Images)

ক্লার্ক পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন বা আইবিপিএস (Institute of Banking Personnel Selection)। পরীক্ষার্থীরা ibps.in সাইটে গিয়ে তাঁদের ফলাফল দেখতে পারেন। ৭ জানুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে ও রেজাল্ট ডাউনলোড করা যাবে। প্রার্থীরা তাঁদের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন।

 

কীভাবে রেজাল্ট দেখবেন:

  • প্রথম আইবিপিএস-র অফিশিয়াল ওয়েবসাইট ibps.in-এ যান
  • Clerk preliminary exam result 2019-এই লিঙ্কে ক্লিক করুন
  • এরপর অন্য একটি পেজ খুলে যাবে
  • সঠিক জায়গায় রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিন
  • ক্যাপচা কোড দিন
  • এরপর লগইন-এ ক্লিক করে রেজাল্ট দেখে নিন
  • এরপর প্লিন্ট আউট বের করে নিন

আইবিপিএস ক্লার্ক পদে নিয়োগের মেন পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি। যারা আইবিপিএস ক্লার্ক প্রিলিমিনারি ক্লিয়ার করবেন তাঁরা মেন পরীক্ষায় অংশ নিতে পারবেন। আইবিপিএস ক্লার্ক মেন পরীক্ষার অ্যাডমিট কার্ড শীঘ্রই প্রকাশ করা হবে। ক্লার্ক পদে নিয়োগে কোনও ইন্টা