Nawab Malik: দাউদের সঙ্গে যোগের অভিযোগে নবাব মালিকের ভাইকে ইডির সমন, বিজেপির বিরুদ্ধ সরব মহা মন্ত্রীর বোন
Nawab Malik (Photo Credit: Twitter/ANI)

মুম্বই, ২৪ ফেব্রুয়ারি:  মহারাষ্ট্রের (Maharashtra) সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী নবাব মালিকের (Nawab Malik) গ্রেফতারির পর এবার তাঁর ভাই কাপ্তান মালিককে সমন পাঠাল ইডি। দাউদ ইব্রাহিমের সঙ্গে জড়িত থেকে আর্থিক তছরূপের মামলায় এবার নবাব মালিকের ভাই কাপ্তান মালিককেও সমন পাঠানো হয়েছে। প্রসঙ্গত ডি কোম্পানির সঙ্গে যোগ এবং আর্থিক প্রতারণা মামলায় নবাব মালিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ৩ মার্চ পর্যন্ত নবাব মালিকের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

নবাব মালিকের গ্রেফতারির পরই শরদ পাওয়ারকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শরদ পাওয়ারকে মুখ্যমন্ত্রীর ফোনের পর এ বিষয়ে মুখ খোলেন ছগন ভুজওয়াল। তিনি বলেন, নবাব মালিকের গ্রেফতারির পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের সঙ্গে শরদ পাওয়ারের কথা হয়েছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস শরদ পাওয়ারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বলেও জানান ছগন ভুজওয়াল।

আরও পড়ুন:  Russia-Ukraine Conflict: ইউক্রেনে রাশিয়ার হামলা, ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর দিল্লি

এদিকে নবাব মালিকের গ্রেফতারির পর মুখ খোলেন তাঁর বোন চিকিৎসক সাইদা খান। তিনি বলেন, বিজেপির কারসাজিতে নবাব মালিককে গ্রেফতার করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বিজেপি এই কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি। বিরোধীদের কণ্ঠ বন্ধ করতে বদ্ধপরিকর বিজেপি। সেই কারণেই নবাব মালিককে অযথা গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁর বোন।

তাঁর সঙ্গে নবাব মালিকের কথা হয়েছে। এই লড়াই সত্যের। তাই সাধারণ মানুষকে একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার বার্তাই নবাব মালিক দেন বলে জানান তাঁর বোন সাইদা খান।