Photo Credits: ANI

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চতুর্থবারের জন্য সমন পাঠাল ইডি। শনিবার এক্সাইজ পলিসি মামলায় কেজরিওয়ালকে ডেকে পাঠিয়েছে ইডি। তৃতীয়বার ইডির পক্ষ থেকে সমন পাঠানো হলেও সেই সমনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কেজরিওয়াল।

১৮ জানুয়ারী ইডির তরফে তাঁকে আবারও ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। গতবছরের ২২ ডিসেম্বরে ইডির তরফে তৃতীয়বার সমন পাঠানো হয়েছিল। ২ রা নভেম্বর প্রথম দিল্লির মুখ্যমন্ত্রীকে এক্সাইজ পলিসি মামলায় সমন পাঠানো হয়। যদিও এই জিজ্ঞাসাবাদের প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন অরবিন্দ কেজরিওয়াল।

যদিও ইডির তরফে সমন আসার পরে তার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে পরে নেই নোটিশকে অবৈধ বলেও মন্তব্য করেন তিনি।এবং সমন এড়িয়ে যান।

ইডির পাশাপাশি সিবিাআইয়ের তরফেও ডেকে পাঠানো হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে। যদিও ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে কেজরিওয়ালের নাম রাখেনি সিবিআই।

গত বছরের ফেব্রুয়ারী মাসে স্ক্র্যাপ পলিসি মামলায় গ্রেফতার করা হয়েছিল মনীষ সিসোদিয়াকে।  এর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে আপ নেতা সঞ্জয় সিংকেও।