Photo X

দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এবার আপ নেতা আমানাতুল্লা খানের বাড়িতে তল্লাশি ইডির। দিল্লি অ্যান্টি করাপশন ব্যুরো এবং সিবিআইয়ের এফআইআরের ভিত্তিতেই এই অভিযান বলে জানা গেছে।দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন অবৈধ নিযুক্তির ক্ষেত্রে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই এই অভিযান।

এর আগে সেপ্টেমবরে ওয়াকফ বোর্ডের দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে সেপ্টেমবরে গ্রেফতার করা হয়েছিল আমানাতুল্লা খানকে। যদিও জামিনে ছাড়া পান তিনি।

তথ্য অনুযায়ী ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন ৩২ জনকে অবৈধভাবে নিযুক্তিপত্র দিয়েছিলেন আমানাতুল্লা খান।পক্ষ পাতিত্বের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

দিল্লি এক্সাইজ কান্ডে সঞ্জয় সিংয়ের গ্রেফতারির পরই আপ বিধায়ক আমানাতুল্লা খানের বিরুদ্ধে তদন্তে নামল ইডি।