আপ নেতা ও মন্ত্রাীদের বিরুদ্ধে ইডির তল্লাশি অভিযান নিয়ে মুখ খুললেন আপ নেতা অতিসি (Atishi)। তিনি জানান,"গতকাল ইডি অরবিন্দ কেজরিওয়ালের পিএস বিভব কুমারের (Bivab Kumar) বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি ১৬ ঘন্টা ধরে চলে। এছাড়া আপ সাংসদেন এন ডি গুপ্তার বাড়িতেও তল্লাশি চালানো হয়। এই তল্লাশি ১৮ ঘন্টা ধরে চলে। যদিও ইডি পিএস বা এন ডি গুপ্তাকে কোন প্রশ্ন করেনি। তারা কোন তথ্যও দেয়নি কেন এই তল্লাশি চালানো হল।"
শুধু দিল্লি নয় উত্তরাখন্ডের প্রাক্তন মন্ত্রী হারাক সিং রাওয়াতের বাড়িতেও চালানো হয়েছে এই তল্লাশি। দেশ জুড়ে এভাবে বিরোধীদের ইডির মাধ্যমে তল্লাশি চালানোর জেরে মুখ খুলেছেন বিরোধীরা। বিরোধীদের ভয় দেখাতেই এই ধরনের কান্ড করা হচ্ছে বলে মত বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের।
VIDEO | "Yesterday, the ED raided the residence of Delhi CM Arvind Kejriwal's PS (Bibhav Kumar). This raid continued for 16 hours. The ED also raided the residence of AAP MP ND Gupta. This raid continued for 18 hours. However, the ED didn't question neither the PS nor ND Gupta.… pic.twitter.com/b3ukDnvJKk
— Press Trust of India (@PTI_News) February 7, 2024