রাঁচি, ৯ মে: ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ণ দফতরে টাকা তছরুপ মামলায় ইতিমধ্যেই ইডির হাতে ধরা পড়েছে মন্ত্রী আলমগীর আলমের (Alamgir Alam) ব্যক্তিগত সচিব সঞ্জীব লাল (Sanjiv Lal)। গ্রেফতারির পর দীর্ঘক্ষণ চলে জিজ্ঞাসাবাদ। জানা যাচ্ছে, এই ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যার ফলে বড়সড় বিপাকে পড়তে চলেছে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ণ মন্ত্রী। যদিও এই নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাইছেন না ইডি অফিসাররা।
জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদের পরে অফিসারদের একটি টিম সঞ্জীবকে নিয়ে বেরিয়ে পড়েন। যদিও কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনা নিয় দিনকয়েক আগেই মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন তিনি এই ব্যাপারে কিছুই জানতেন না। এই ঘটনার মাস্টারমাইন্ড গ্রামোন্নয়ণ দফতরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রাম। বেশকিছু সরকারি প্রকল্পে টাকা তছরুপ করেছিলেন তিনি। যদিও গত ২১ ফেব্রুয়ারিতে তাঁকে গ্রেফতার করেছিল ইডি আধিকারিকরা।
#WATCH | Ranchi, Jharkhand: Visuals of ED officials with Sanjiv Lal - PS to rural development minister Alamgir Alam.
Sanjiv Lal - PS to Jharkhand Rural Development minister Alamgir Alam - and Jahangir Alam arrested by ED after the raid and cash recovery of Rs 35.23 crores.… pic.twitter.com/woxK4boPR5
— ANI (@ANI) May 9, 2024
এদিকে গত ৬ এপ্রিল এই মামলায় তল্লাশি চালিয়ে মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লাল ও তাঁর পরিচারক জাহাঙ্গীর আলমের রাঁচির ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৩৫ কোটি ২৩ লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি অফিসাররা। এর মধ্যে ৩২ কোটি টাকা ওই দুই কামরার ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে। বাকি টাকা বিভিন্ন জায়গা ওইদিন তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। এরপরেই রাঁচি থেকে গ্রেফতার করা হয় সঞ্জীব ও জাহাঙ্গীরকে।