Byjus (Photo Credits: Twitter)

শিক্ষামূলক সংস্থার কর্ণধার বাইজুসের (Byjus) প্রধান বাইজু রবীন্দ্রনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল ইডি। রবীন্দ্রন যাতে দেশ ছাড়ে পালাতে না পারেন সেই জন্যই এই ব্যবস্থা বলে জানা যাচ্ছে।

শুক্রবার উচ্চপর্যায়ের বৈঠকে বসার কথা রয়েছে সংস্থার কর্তাদের যেখানে রবীন্দ্রনকে তাঁর পদ থেকে ছেঁটে ফেলা হতে পারে। যদি কর্ণাটক হাইকোর্টের পক্ষ থেকে শেষ শুনানি হওয়া না পর্যন্ত কোন রকম পদক্ষেপ না নেওয়ার ব্যপারে আদেশ দান করেছে। ১৩ মার্চ আদালতে রয়েছে পরবর্তী শুনানি।

অন্যান্য যে সমস্ত অভিযোগগুলির মধ্য অন্যতম গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে রবীন্দ্রনের বিরুদ্ধে তা হল বৈদেশিক মুদ্রা লঙ্ঘনের অভিযোগ। ২০২৩ সালে নভেম্বরে বিদেশি মুদ্রা সংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ পাঠানো হয় যেখানে ৯৩৬২.৩৫ কোটি টাকা লঙ্ঘনের অভিযোগ ওঠে।

থিংক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে বহু টাকা বিদেশ থেকে বিনিয়োগ করা হয়েছে। সেই বিষয়েও তদন্ত শুরু করেছে ইডি।