![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2019/04/Gautam-Gambhir-pti-784x441-380x214.jpg)
নয়াদিল্লি, ৩০ এপ্রিল: দিল্লি পূর্ব (Delhi East) কেন্দ্রে-র দিকে এবার চোখ গোটা দেশের। রাজধানী শহরের এই কেন্দ্রে এবার প্রার্থী ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Goutam Gambhir)। গম্ভীর কি পারবেন সাংসদ হতে! এই প্রশ্নের দিকেই সবার নজর। গম্ভীরের সাংসদ হওয়ার পথে বাধা কংগ্রেসের তারকা প্রার্থী অরবিন্দ সিং লাভলি
(Arvinder Singh Lovely)। গতবার এখান থেকে বিজেপি (BJP) জিতেছিল প্রায় দু লক্ষ ভোটে। বিজেপি বিরোধী ভোট কংগ্রেস-আপ-এর মধ্যে যত ভাগ হবে, তত লাভ বিজেপি-র।
![](http://dev-cmsbengali.letsly.in/wp-content/uploads/2019/04/esd.jpg)
২০১৯ লোকসভা নির্বাচনের প্রার্থীরা
গৌতম গম্ভীর (বিজেপি)
অরবিন্দ সিং লাভলি (কংগ্রেস)
আতিশি (আম আদমি পার্টি)
২০১৪ লোকসভার ফলাফল
মাহিশি গিরি (বিজেপি)- ৫,৭২,২০২টি ভোট
রাজমোহন গান্ধী (আপ)- ৩,৮১,৭৩৯টি ভোট
সন্দীপ দীক্ষিত (কংগ্রেস)- ২,০৩,২৪০টি ভোট
ফলাফল
মাহিশি গিরি (বিজেপি) জয়ী ১,৯০,৪৬৩ ভোটের ব্যবধানে
কে এগিয়ে
দিল্লির এই কেন্দ্রের ভোটাররা কোনও একটা বিশেষ রাজনৈতিক দলের ভক্ত নয়। কারণ এই কেন্দ্রে গতবার বিজেপি জিতেছিল প্রায় দু লক্ষ ভোটে। সেখানে তার আগের দুটো বার শীলা দীক্ষিতের ছেলে কংগ্রেস প্রার্থী হয়ে সন্দীপ দিক্ষীত আড়াই লক্ষের মত ভোটে জিতেছিলেন। ১৯৯৯ লোকসভা ভোটে আবার এখান থেকে জিতেছিলেন বিজেপি প্রার্থী। এই ইতিহাসই বলে দিচ্ছে গৌতম গম্ভীর, বিজেন্দরদের কাজটা বেশ কঠিন।