পোর্ট ব্লেয়ার, ৩ অগাস্ট: সকাল থেকে চারবার ভূমিকম্পে (Earthquakes) কাঁপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (Andaman and Nicobar)। সকাল ৬টা ২৭ নাগাদ আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৪.৩। পরেরটা হয় সকাল ৭টা ২১ মিনিটে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। পরে সকাল ৯টা ১২ ও ৯টা ১৩ মিনিটে পরপর দু'বার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৬.১ ও ৫.৯।
সাত সকালে ভূমিকম্পের জেরে মানুষজন আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। যদিও এখনও পর্যন্ত হতাহত বা বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। আরও পড়ুন: Tokyo Olympics 2020: অলিম্পিক হকির সেমিফাইনালে বেলজিয়ামের কাছে ৫-২ গোলে হার ভারতের
সোমবার রাতে ভূমিকম্প হয় উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে। রাত ৮টা ১৬ নাগাদ মৈরাংয়ে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৩.৭। হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই এখনও পর্যন্ত।