Earthquake (Photo Credits: X)

নয়াদিল্লিঃ এবার জোড়া ভূমিকম্পে (Earthquake)কেঁপে উঠল হিমাচল প্রদেশ(Himachal Pradesh) যদিও কম্পনের মাত্রা নূন্যতম হওয়ায় সেভাবে ক্ষয়ক্ষতির খবর মেলেনি আকস্মিক বন্যা, ভূমিধসের (Landslide) পর ভূমিকম্পের জেরে নরুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে হিমাচল জুড়ে। জানা গিয়েছে, বুধবার ভোরে এক ঘণ্টার ব্যবধানে দু'বার ভূমিকম্পে কেঁপে ওঠে হিমাচল প্রদেশ প্রথম কম্পন অনুভূত হয় ভোর .২৭ মিনিটে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল চম্বা রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল . এর ঠিক এক ঘণ্টা পর ৪.৩৯ মিনিট নাগাদ ফের চম্বায় হানা দেয় ভূমিকম্প দ্বিতীয় বার কম্পনের মাত্রা প্রথমবারের থেকে বেশি ছিল রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল . ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীর

জোড়া ভূমিকম্পে কাঁপল হিমাচল প্রদেশ

উল্লেখ্য, বর্ষার অতিবৃষ্টিতে গত কয়েকদিন ধরেই বিপর্যস্ত হিমাচল আকস্মিক বন্যা, ভূমিধসের জেরে লণ্ডভণ্ড পাহাড়ি রাজ্য সবেচএয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্ডি, কুল্লু কিন্নর জেলা হিমাচল জুড়ে এখনও বন্ধ প্রায় ৩৭৮ টি রাস্তা অকেজো ৫২৪টি ট্রান্সফরমার যার জেরে অন্ধকারে বহু অঞ্চল আগামী কয়েকদিনে হিমাচলে আরও দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক কপ্রা হয়েছে খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে এছাড়া পাহাড়ি রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন

 টানা বৃষ্টি ও ভূমিধসের পর জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশ