আমেদাবাদ, ১৪ জুন: গুজরাতে ভূমিকম্প (Earthquake)। রবিবার রাতে কেঁপে ওঠে গুজরাত (Gujarat)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। উৎসস্থল হল রাজকোট (Rajkot) থেকে ১২২ কিলোমিটার দূরে।রাত ঠিক ৮ টা ১৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। স্বাভাবিকভাবেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা।
এখনও পর্যন্ত কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজকোটের আশেপাশের লোকেরা প্রচণ্ড কম্পন অনুভব করেছিল, কারণ এটি ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। এদিকে, কচ্চ, সৌরাষ্ট্র ও আমেদাবাদ সহ আশপাশের অঞ্চলগুলিতেও প্রবল কম্পন অনুভূত হয়েছে।
#UPDATE National Center for Seismology (NCS) after a review has ascertained that magnitude of the earthquake was 5.5 on the Richter scale. https://t.co/YqFBkAxulD
— ANI (@ANI) June 14, 2020
মঙ্গলবার মধ্যরাতে কম্পন অনুভূত হয় আন্দামানে৷ রাত ২টো ১৭ মিনিটে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ৷