মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির সামনে একটি ইহুদি মিউজিয়ামের সামনে খুন করা হয় দুই ইজরায়েলি নাগরিককে। এই ঘটনা নিয়ে গতকাল থেকেই তোলপাড় শুরু হয়েছে আমেরিকা, ইজরায়েলে। যদিও এখনও পর্যন্ত আততায়ীদের শনাক্ত করা যায়নি বলেই খবর। এদিকে এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছে ভারত। এখন গোটা দুনিয়া জানতে পেরেছে যে ইজরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক কতটা গভীর। দুই দেশই বিপদে আপদে একে অপরকে সমর্থন করে এসেছে। সেই কারণে বুধবার রাতের ঘটনায় ইজরায়েলের পাশে থেকেছে ভারত।
ইজরায়েলের পাশে ভারত
এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর (S Jaishankar) বলেন, ওয়াশিংটনে ইজরায়েলি কূটনীতিদের ওপর হামলার ঘটনাকে কড়াভাবে নিন্দা জানাচ্ছি। আমাদের সমবেদনা ও প্রার্থনা তাঁদের পরিবার ও সহকর্মীদের পাশে রইল। অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। প্রসঙ্গত, এর আগে পাকিস্তানি জঙ্গিরা যখন ভারতে হামলা চালিয়েছিল। তখন প্রথম ইজরায়েল এই ঘটনার বিরোধীতা করে মোদী সরকারের পাশে দাড়িয়েছিল।
ইজরায়েলি দূতাবাসের কর্মীদের ওপর হামলার প্রতিবাদ আমেরিকার
বুধবার রাতে ইহুদি মিউজিয়ামে একটি অনুষ্ঠান থেকে বেরোনোর সময় অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজরা হামলা চালায় দুই ইজরায়েলির ওপর। এরা আবার ইজরায়েলের দূতাবাসের কর্মী। স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে প্রতিবাদ জানায় আমেরিকা।