Delhi-NCR Dust Storm. (Photo Credits:X)

Dust Storm Delhi-NCR: শনিবার দুপুর ৩টে নাগাদ দিল্লি এনসিআর, নয়ডা সহ রাজধানী শহর ও সংলগ্ন এলাকায় নামল প্রবল ঝড়-বৃষ্টি। এদিন দিল্লিতে প্রচন্ড গরমের মাঝে এই ঝড়-বৃষ্টিতে স্বস্তি মিলল ঠিকই, অনেক জায়গা থেকেই আসছে ক্ষয়ক্ষতির খবর। আমাদের এখানে কালবৈশাখীর মত গ্রীষ্মে দেশের রাজধানীতে ওঠে আন্ধি বা ধুলো ঝড়। এই ঝড়ের ফলে দিল্লিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।

দিল্লির অশোক নগরে মাস পাঁচেক আগে তৈরি হওয়া মেট্রো রেল স্টেশনের ছাদ উড়ে গিয়েছে। ঝড়, বৃষ্টিতে যানবাহনের গতি কমে যাওয়ায় রাজধানী শহরের বেশ কিছু জায়গায় ভারী যানজট দেখা যাচ্ছে। নয়ডায় ঝড়ের পর বেশ কয়েকটি রাস্তায় গাছ পড়ে থাকতে দেখা যাচ্ছে।

ভেঙে পড়ল দিল্লি মেট্রোর ছাদের টিন

দিল্লিতে ঝড়-বৃষ্টি

 

নয়ডায় প্রবল ঝড়ের পর বড় ক্ষতি

নয়ডায় ঝড়

দিল্লি ও নয়ডা ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। নয়ডার সেক্টর ৫১, গ্রেটার নয়ডা, জেওয়ার-থেকে আসছে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া, রাস্তায় গাছ পড়ে যাওয়ার কথা। ধুলো ঝড়ের ফলে দিল্লির বাতাসের মান বেশ খারাপ জায়গায় গিয়েছে।