Celebrity durga pujo_abhijeet Photo Credit- Instagram@abhijeetbhattacharya

প্রত্যেক বছরের মত এবারও মুম্বইয়ের লোখান্ডওয়ালায় গায়ক অভিজিৎ ভট্টাচার্যের বাড়িতে ঘটা করে হচ্ছে দুর্গাপুজো। মুম্বইয়ের এই অঞ্চলে এই দুর্গাপুজো বিখ্যাত লোখন্ডওয়ালা দুর্গাপুজো নামে। এ বছর এই পুজো পা দিল ২৮ তম বর্ষে। প্রতি বছরের মত এবছরও প্রতিমা তৈরি করছেন কলকাতার অমিত পাল।

২০২০ সালে করোনা কালে বন্ধ রাখতে হয়েছিল এই পুজো। সেই বছর ছাড়া গত ২৭ বছর ধরে প্রতিবছর ষষ্ঠীতে বোধনের পর থেকেই শুরু হয়ে যায় এই পুজোর আয়োজন। নিজে দাঁড়িয়ে থেকে পুজোর অনুষ্ঠানের তদারকি করেন গায়ক অভিজিৎ এমনকি প্রতিবছর সন্ধ্যারতির সময় ঢাক বাজাতেও দেখা গেছে গায়ককে।  পুজোর চারটে দিন বাঙালি, অবাঙালি নির্বিশেষে পুজোর অনুষ্ঠানে কিংবা অষ্টমীর অঞ্চলি দিতে সকাল সকাল  হাজির হয়ে যান আমজনতা। দেখা মেলে সেলিব্রেটিদেরও। তবে শুধু পুজোর অনুষ্ঠানই নয়, সেখানে খাওয়া দাওয়া থেকে সঙ্গীতানুষ্ঠান, সব মিলিয়ে রীতিমত উৎসবের চেহারা নিয়ে নেয় অভিজিতের লোখান্ডওয়ালার দুর্গাপুজো।

অভিজিতের পুজো মানেই খাওয়া দাওয়া, আড্ডা, হইহুল্লোড়। খাবার মেনুতে খিচুড়ি, পঞ্চ ব্যাঞ্জনের পাশাপাশি মিষ্টি মাস্ট। মুম্বইয়ের বাঙ্গালিরা বেশি গুরুত্ব দেন মিষ্টিকে। তাই কলকাতার এক নামকরা মিষ্টির দোকান থেকে মিষ্টি পাড়ি দেয় ওখানে।  অষ্টমীতে পাত পেড়ে খাওয়ার পাশাপাশি বিজয়া দশমীতে সিদুঁর খেলাও জমিয়ে হয়।