নয়াদিল্লিঃ রাস্তায় (Road) মদ্যপ(Drunk) অবস্থায় কমপক্ষে ৩০ জনকে ধাক্কা দিলেন এক সেনাকর্মী।বিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম হর্ষপাল মহাদেব ওয়াঘমারে। বয়স ৪০। সেনাবাহিনীতে কর্মরত। কর্মসূত্রে অসমে থাকেন তিনি। চারদিনের ছুটিতে মহারাষ্ট্রে এসেছিলেন তিনি। আর তারই মধ্যে এই ঘটনা ঘটান। এই ঘটনা ঘটানোর পরই তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে স্থানীয়রা। তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
জানা গিয়েছে, এদিন রাত সাড়ে ৮ টা নাগাদ মদ্যপ অবস্থায় হামলাপুরী হয়ে নগরধনের দুর্গাচকের দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই রাস্তায় একের পর এক মানুষকে ধাক্কা দেন তিনি। এরপর গাড়ি নিয়ে সোজা ড্রেনে পড়ে যান। তাঁকে ড্রেন থেকে তুলে বেধড়ক পেটান স্থানীয়রা। সেই মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এরপর খবর দেওয়া হয় পুলিশে। শেষমেশ পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে। চিকিৎসার জন্য প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।
আকণ্ঠ মদ্যপান, গাড়ি দিয়ে কমপক্ষে ৩০ জনকে ধাক্কা সেনাকর্মীর
Nagpur Shocker: Drunk Army Officer Harshpal Mahadev Waghmare Hits 25-30 People With Car in Maharashtra, Gets Thrashed by Locals; Arrested#Nagpur #RoadAccident #HarshpalMahadevWaghmare #IndianArmy #Maharashtra
— LatestLY (@latestly) August 4, 2025
Read: https://t.co/tADcJeDtoY
— LatestLY (@latestly) August 4, 2025