ফের অসম (Assam) থেকে উদ্ধার নিষিদ্ধ মাদক। বুধবার গভীর রাতে কার্বি আংলং জেলার দিল্লাই এলাকা থেকে উদ্ধার হয়েছে ২ কেজি মরফিন। যার বাজারমূল্য কমপক্ষে ১ কোটি টাকা। ইতিমধ্যেই মাদকগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এই অভিযানে গ্রেফতার হয়েছে দুই অভিযুক্ত। বৃহস্পতিবার তাঁদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে পেশ করা হয়। এই চক্রে কারা রয়েছে, মাদকগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশের বিশেষ তদন্তকারী দল।
গাড়ি থেকে উদ্ধার মাদক
জানা যাচ্ছে, গোপনসূত্রে খবর পেয়ে কার্বি আংলং পুলিশ দিল্লাইয়ের রাস্তা দিয়ে যাওয়া রাস্তার ওপর নজরদারি রাখছিলেন। গভীর রাতে একটি সন্দেহজনক গাড়ি দেখতে পেয়ে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তখনই উদ্ধার মরফিনের একাধিক প্যাকেট। এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা অসমের বাসিন্দা নয়। তবে তাঁরা কোথা থেকে মাদক নিয়ে কোথায় পাচার করতে যাচ্ছিল, সেটা এখনও স্পষ্ট নয়।
প্রশংসা করেছেন হিমন্ত বিশ্বশর্মা
এদিকে এই ঘটনার পর অসম পুলিশের প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন। যেখানে তিনি বলেন, “মাদক বিরোধী অভিযানে অসম পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। এই সফল অভিযানের জন্য তাঁদের অনেক অভিনন্দন”।