Digene Gel (Photo Credit: IANS)

দিল্লি, ৬ সেপ্টেম্বর: গোয়ার কারখানা থেকে অ্যাবোট ইন্ডিয়ার উৎপাদিত Antacid  ডাইজিন জেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল DCGI। গোয়ায় অ্যাবোট ইন্ডিয়ার যে ওষুধের কারখানায় ডাইজিন তৈরি হয়, তার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। এ বিষয়ে DCGI-এর জেনারেল রাজীব সিং রঘুবংশী নয়া নির্দেশিকা জারি করেন। গত ৯ অগাস্ট রাজীব সিং রঘুবংশীর তরফে এই পরামর্শ দেওয়া হয় একটি অভিযোগের ভিত্তিতে। ৯ অগাস্ট ডাইজিন জেল নিয়ে DCGI যে উপদেশ জারি করে, সেখানে জানা যায়, গোলাপী রঙের মিন্ট ফ্লেভারের ডাইজিনের জায়গায় একটি অন্য ওষুধের বোতল এসেছে। গোলাপীর বদলে যার রং সাদা। সেই সঙ্গে মিষ্টি স্বাদের পরিবর্তে ওই ডাইজিন জেল তেঁতো ছিল বলে খবর।

গোলাপীর পরিবর্তে সাদা রঙের যে ডাইজিন সামনে আসে, তা গোয়ায় অ্যাবোট ইন্ডিয়ার কারখানা থেকে তৈরি হয়েছে। যে ডাইজিন জেলের রং এবং গন্ধ নিয়ে বিভ্রান্তি ছড়ায়। এরপরই চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা কেন্দ্রীয় সরকারকে বিষয়টি জানান। শিগগিরই যাতে গোয়া থেকে উৎপাদিত সাদা রঙের ডাইজিন নিষিদ্ধ করা হয়, সে বিষয়ে আবেদন করা হয়  DCGI-এর কাছে।

গোয়ার কারখানা থেকে উৎপন্ন সাদা রঙের ডাইজিন যাতে কোথাও না ছড়িয়ে পড়ে, সে বিষয়ে নজর রাখার নির্দেশ দেয় DCGI।