বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বহিস্কৃত আইপিএস অফিসার পূজা খেড়করের (Puja Khedkar)। সম্প্রতি তাঁর বিরুদ্ধে উঠল অপহরণের অভিযোগ। এক ট্রাক চালককে অপহরণ করে বাড়িতে বন্দি রেথেছিলেন। শেষমেশ পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এই ঘটনায় শনিবার গ্রেফতার করা হল পূজার গাড়ির চালক প্রদীপ সালুঙ্কেকে। শনিবার সকালে ধৌলে এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে, ঘটনার দিন এই প্রদীপ ট্রাক চালককে মারধর করে গাড়ি তুলেছিল। যদিও পুলিশ তদন্তে নামার পর থেকেই পলাতক ছিল প্রদীপ। অবশেষে এদিন তাঁকে গ্রেফতার করা হয়।

ট্রাক চালক অপহরণে নাম জড়ায় পূজা খেড়করের

গত শনিবার মুলুন্দ-আইরোলি রোডে একটি গাড়ির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখে ট্রাক চালক উধাও। প্রাথমিক সন্দেহে পলাতক হয়েছে বলে মনে হলেও ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে গাড়ির চালক ও ২ যাত্রী ট্রাক চালককে অপহরণ করেছে। যদিও পুলিশ ধারনা করতে পারেনি যে অপহরণকারীদের মধ্যে পূজার যোগ থাকতে পারে। তল্লাশি অভিযানে নেমে পুলিশ পুনেতে পূজার বাংলোর সামনে উপস্থিত হয়।

পূজার মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের

যদিও প্রথমদিকে পুলিশকে ঘরে ঢুকতে বাধা দেয় পূজার মা। পরে তল্লাশি অভিযানে গত রবিবার উদ্ধার করা হয় ট্রাক চালক ২২ বছরের প্রহ্লাদ কুমারকে। তারপরেই এই তদন্তে নেমে গ্রেফতার হয় অন্যতম অভিযুক্ত প্রদীপ সালুঙ্কে। ঘটনার পর থেকে পূজাও পলাতক রয়েছেন। তাঁর খোঁজেও জারি রয়েছে তল্লাশি অভিযান। এদিকে তাঁর মা মনোরমা খেড়করে বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হয়েছে মামলা।