Heart Attack (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ বাস ভর্তি পড়ুয়া (Students)। স্টিয়ারিং হাতে চালক। আচমকা অসুস্থ হয়ে পড়লেন তিনি। চলন্ত বাসেই হার্ট অ্যাটাকে (Heart Attack) মৃত্যু বাস চালকের। কিন্তু কলেজ পড়ুয়াদের প্রাণে বাঁচিয়ে দেন তিনি। মর্মান্তিক ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের ডি. বিআর আম্বেদকর কোণাসীমা জেলায়। ৫০ জন কলেজ পড়ুয়াকে নিয়ে ফিরছিলেন ওই বাস চালকের। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। তবে তাঁর বুদ্ধিতেই প্রাণে বাঁচে ৫০ জন পড়ুয়া।

চলন্ত বাসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চালক

জানা গিয়েছে, রাজা মহেন্দ্রভরম গেটস ইঞ্জিনিয়ারিং কলেজের বাস চালাতেন তিনি। সোমবার ফেরার পথে আলামুরু মণ্ডলের মাদিকীর কাছে অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বুঝে রাস্তার পাশে বাসটি দাঁড় করিয়ে দেন তিনি। তাতেই প্রাণে বাঁচে যাত্রীরা। এরপর পড়ুয়ারাই তাঁকে নিয়ে চিকিৎসকের কাছে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।ঘটনার চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। এই ঘটনায় শোকপ্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ।

চলন্ত বাসে হার্ট অ্যাটাক, মারা গিয়ে পড়ুয়াদের প্রাণ বাঁচালেন চালক