ওডিশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় উদ্ধার কাজ শেষ হওয়ার পর, গতকাল, শনিবার সন্ধ্যা থেকে শুরু হয় নতুন করে লাইন পাতার কাজ। যুদ্ধকালীন তৎপরতায় ফের সেখানে রেল পরিষেবা ফেরানোর কাজ চলতে থাকে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দুর্ঘটনাস্থলে ডাউন মেন লাইনের কাজ শেষ হয়েছে আজ, দুপুর ১২টায়। তবে কিছু স্বাভাবিক হয়ে সেখানে রেল পরিষেবা আগের মত হতে বুধবার লেগে যাবে। এদিকে, ওডিশা থেকে কলকাতায় বিনামূল্যে বাসযাত্রার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
ওডিশায় বালেশ্বরে ভয়বাহ ট্রেন দুর্ঘটনাস্থলেই আছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রীর থেকে বালেশ্বরে ট্রেন লাইন নতুন করে পাতার কাজ কেমন চলছে সেই বিষয়ে তাঁর কাছে ফোন করে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ধারকাজের পুরোটা দেখার পর, এবার সেখানে নতুন করে লাইন পাতা এবং ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ তদারকি করছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে এদিন সকালে ওডিশার বিভিন্ন হাসপাতালে ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে কথা বলতে যান অশ্বিনী বৈষ্ণব। আহতদের চিকিতসা কেমনভাবে চলছে তাও খোঁজ নেন রেলমন্ত্রী।
দেখুন টুইট
#BalasoreTrainAccident | "Down main line has been restored at 12:05 hrs today," tweets Railways Minister Ashwini Vaishnaw
(file pic) pic.twitter.com/ywvjNwFERS
— ANI (@ANI) June 4, 2023
দেখুন ভিডিয়ো
#WATCH | We met the patients at Bhadrak Hospital. Almost all patients are in contact with their families. Doctors and staff are providing proper treatment to the injured. Track restoration work is underway: Railways Minister Ashwini Vaishnaw pic.twitter.com/uSMvRtioKH
— ANI (@ANI) June 4, 2023
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে বিশেষজ্ঞ কমিটি দিয়ে হোক ওডিশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তদন্ত। এমন দাবি করে সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। ট্রেন যাত্রা সুরক্ষা নিশ্চিত করা, এটিপি সিস্টেম বা সুরক্ষা কবচ পদ্ধতি এখনি কার্যকর করা হোক। এমন দাবিও করা হয়েছে এই জনস্বার্থ মামলা।