Narendra Modi, Rahul Gandhi, Nitish Kumar and Tejashwi Yadav. (Photo Credits:X)

ছট পুজোর পরেই বিহারে বিধানসভা নির্বাচন (Bihar Election 2025)। আগামী ৬ নভেম্বর রয়েছে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার নির্বাচন হবে ১১ নভেম্বর। আর সেই নির্বাচনের প্রচার জোরকদমে শুরু করে দিয়েছে প্রতিটি রাজনৈতিক দল। তবে এবার নির্বাচনী প্রচার নিয়ে বিধিনিষেধ আনল নির্বাচন কমিশন। শুক্রবার একটি বিবৃতির মাধ্যমে কমিশন জানিয়ে দেন, প্রচারের জন্য কোনওভাবে এআই-এর ব্যবহার করা যাবে না। আর এই নির্দেশ মানতে হবে প্রতিটি রাজনৈতিক দলকেই। কোনও সংবেদনশীল বার্তা এআই ব্যবহার করে করা যাবে না।

২৪-এর নির্বাচনেও এই নির্দেশিকা ছিল

আসলে বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই এআই ব্যবহারের প্রবণতা বে়ড়েছে। সেই প্রবণতা যাতে নির্বাচনী প্রচারে দেখা না যায়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ২০২৪-এ লোকসভা নির্বাচনেও এই নির্দেশিকা জারি করেছিল জাতীয় নির্বাচন কমিশন। তবে এই সিদ্ধান্ত নিয়ে শাসক, বিরোধী কোনও দলের নেতাই এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি। তবে এআই নির্ভরতা এড়িয়ে কীভাবে প্রচার করবে রাজনৈতিক দলের নেতারা, এখন সেটাই দেখার।

বিহার বিধানসভা নির্বাচন

কয়েকমাস ধরেই বিহারে নির্বাচন নিয়ে শাসক, বিরোধী দলগুলির মধ্যে উত্তেজনা চরমে। এসআইআরের মাধ্যে ইতিমধ্যেই আড়াই লক্ষ ভোটারের নাম বাদ গেছে। যাদের মধ্যে অধিকাংশই মৃত। ফলে এসআইআর এই নির্বাচনে কী প্রভাব ফেলল, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ। বিহার নির্বাচনের ফলপ্রকাশ হতে চলেছে ১৪ নভেম্বর।