নতুন দিল্লি, ১০ জুন: পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসিকে ‘নিষিদ্ধ অভিবাসী’ ঘোষণা করল ডোমিনিকার আদালত৷ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩ হাজার ৫০০ কোটি টাকা জালিয়াতির মামলা ঝুলছে তাঁর নামে ২০১৮-র জানুয়ারিতে ভারত থেকে উধাও হয়ে যায় মেহুল চোকসি৷ সোজা অ্যান্টিগাতে গিয়ে আশ্রয় নেন৷ এর আগের বছর ২০১৭-তে সেখানকার নাগরিকত্ব নিয়ে রেখেছিলেন৷ গত ২৩ মে-অ্যান্টিগা থেকে উধাও হয়ে যান তিনি৷ পরিবার ও আইনজীবীর তরফে দাবি করা হয় অ্যান্টিগা ও ভারতী পুলিশ চোকসিকে অপহরণ করে জলপথে ডোমিনিকায় নিয়ে গেছে৷ এরপর ডোমিনিকায় চোকসির দেখা মেলে ২৬ মে৷ সঙ্গে ছিলেন বান্ধবী বারবারা জারাবিকা৷ মেহুল চোকসির খবর মিলতেই পরিবারের তরফে দাবি করা হয় বান্ধবী বারবারা চোকসিকে অপহরণ করে ডোমিনিকায় নিয়ে গেছে৷ আরও পড়ুন-Tornado Hits Bengal: ফের টর্নেডো, হুগলি নদীতে ঘূর্ণি; পাক খেয়ে উঠছে জল
এরপর ডোমিনিকার আদালতে আগাম জামিনের আবেদন করেন চোকসি৷ কারণ তিনি যে নিতান্ত অনিচ্ছায় বেআইনিভাবে সেদেশে প্রবেশ করেছেন, তা জানাতেই এই রক্ষণাত্মক সিদ্ধান্ত নেন৷ সেই সময় ভারতে ডোমিনিকার কাছে মহুল চোকসির প্রত্যার্পণের দাবি করলে তা অস্বীকার করা হয়৷ যদিও চোকসির বিরুদ্ধে অনেকদিন আগেই ইন্টারপোল রেডকর্ণার নোটিস জারি করেছে৷ এবার ডমিনিকার আদালত মেহুল চোকসিকে ‘নিষিদ্ধ অভিবাসী’ ঘোষণা করায় তাঁর অ্যান্টিগায় ফেরতের পথ অনেকটা মসৃণ হল৷ আর অ্যান্টিগায় ফিরলেই ভারতে প্রত্যার্পণের প্রক্রিয়া দ্রুত হবে৷