শ্রীনগর, ১৭ মে: নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নিকেশ এক জঙ্গি। রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের দোদা জেলায় নিরাপত্তাবাহিনী (Security Forces) ও জঙ্গিদের (Terrorists) মধ্যে গুলির লড়াই শুরু হয়। তাতেই এক জঙ্গি নিকেশ হয়। সেনাবাহিনীর এক জওয়ান শহিদ হয়েছেন।
শনিবার রাতেই রাষ্ট্রীয় রাইফেলস, কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-র যৌথ দল একটি বাড়ির ভিতরে দু'জন সন্দেহভাজন জঙ্গির উপস্থিতি সম্পর্কে খবর পেয়েছিল। আজ সকালে দোদা শহর থেকে ২৬ কিলোমিটার দূরে গুন্ডানা এলাকার পোস্তা-পোত্রা গ্রামে নিরাপত্তা বাহিনী তল্লাশি শুরু করে। জওয়ানদের দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দিতে শুরু করে নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও। লড়াই চলাকালীন সেনাবাহিনীর এক জওয়ান গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আরও পড়ুন: Nirmala Sitharaman: বাড়ি ফিরে পরিযায়ী শ্রমিকদের কাজে অসুবিধা না হওয়ার আশ্বাস; ১০০ দিনের কাজে আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের
জানা যাচ্ছে গুলির লড়াই এখনও চলছে। কারণ এক জঙ্গি নিকেশ হলেও আরেকজন লুকিয়ে আছে। দুজনেই নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য। জঙ্গিদের মধ্যে একজন পুলওয়ামার বাসিন্দা তাহির বলে মনে করা হচ্ছে।