নয়াদিল্লিঃ বেশ কয়েকদিন ধরেই চোখের (Eyes) সমস্যা দেখা দিয়েছিল। মূলত কমে গিয়েছিল দৃষ্টিশক্তি। ফলে অগত্যা চিকিৎসকের কাছে যান ৩৫ বছরের এক ব্যক্তি। প্রাথমিকভাবে তাঁকে পরীক্ষা করে চিকিৎসকের মনে হয় রেটিনায় কোনও সমস্যা রয়েছে। এরপর মেশিনের দ্বারা চক্ষু পরীক্ষা করতেই চোখ কপালে উঠল চিকিৎসকের। দেখা গেল চোখের মধ্যে ঘুরে বেড়াচ্ছে পোকা। সম্প্রতি নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন-এ প্রকাশিত হয়েছে এই ঘটনা।
যুবকের চোখের মধ্যে ঢুকল পোকা
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ভোপালের অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। সেখানেই চোখের সমস্যা নিয়ে আসেন ওই রোগী। তাঁকে পরীক্ষা করে জানা যায়, চোখের লেন্স ও রেটিনার মাঝখানে ভিট্রেয়াস হিউমর নামে এক জেলির মতো থকথকে অংশ থাকে যা লেন্সকে যথাযথ স্থানে ধরে রাখতে সাহায্য করে। সেই স্থানেই বাসা বেঁধেছিল পোকা। যার ফলে চোখে সংক্রমণ ছড়ায়। এই সংক্রমণকে ডাক্তারি পরিভাষায়,ন্যাথোস্টোমিয়াসিস বলে। চোখের মধ্যে থাকা এই পরজীবীর নাম ন্যাথোস্টোমা স্পিনিজেরাম। মূলত রান্না করা মাংস থেকে এই পোকা শরীরে প্রবেশ করে। ধীরে ধীরে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে এই পোকা। এমনকী মস্তিষ্কেও বাসা বাঁধে এই পোকা।
ওই ব্যক্তির চোখে অস্ত্রোপচার করা পোকাটিকে বের করা হয়। এরপর ওই রোগীকে ৮ সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হয়। পাশাপাশি রোজ স্টেরয়েড প্রয়োগ করা হয় তাঁকে। এছাড়া দেওয়া হয় প্যারাসাইটিক মেডিসিন। কিন্তু অস্ত্রোপচারের পরও দৃষ্টিশক্তি পরিষ্কার না হওয়ায় পরে ফের রোগীর চোখে ছানি অপারেশন করা হয়।
দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় জেরবার, পরীক্ষা করতেই চোখের ভিতর দেখা গেল আস্ত পোকা
Worm In Eye Leaves Indian Man With Blurred Vision, US Study Finds https://t.co/kzMme6c0fq pic.twitter.com/497PR9tGa4
— NDTV (@ndtv) August 19, 2025