Representational Image Credit: Pixabay

নয়াদিল্লিঃ দত্তকের (Adoption)নামে জালিয়াতি। ভুয়ো নথিপত্র দেখিয়ে শিশু বিক্রির অভিযোগে গ্রেফতার চিকিতসক-সহ ১০ জন। প্রতারণার জাল ছড়িয়েছিল দিল্লি থেকে উত্তরাখণ্ড। নিঃসন্তান দম্পতিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারকদের বিরুদ্ধে। জানা গিয়েছে, এক শিশুর অপহরণর ঘটনার তদন্তে নেমে এই প্রতারণা চক্রের হদিশ পায় পুলিশ। গত ২২ অগস্ট উত্তরপ্রদেশের বাসিন্দা সুরেশ নামে এক যুবক থানায় অভিযোগ জানান, তাঁর ছেলে বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। শিশুর সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ। খতিয়ে দেখা হয় ওই এলাকার সিসিটিভি ফুটেজ। সেই সিসিটিভি ফুটেজেই এক সন্দেহভাজনকে শিশুটিকে বাসস্ট্যান্ড থেকে নিয়ে যেতে দেখা যায়।

যোগীরাজ্যে ভুয়ো দত্তকচক্রের পর্দাফাঁস

এরপরই ওই সন্দেহভাজন মহিলার খোঁজে তল্লাশি চালায় পুলিশ। মোবাইল স্ক্যান করে ফতেহাবাদ থেকে একজনকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর উত্তরপ্রদেশের কে কে হাসপাতালে পৌঁছে যান তদন্তকারীরা।শিশু পাচারের অভিযোগে ওই হাসপাতালের এক চিকিৎসককে গ্রেফতার করা হয়। অভিযোগ, দেশের বিভিন্ন জায়গা থেকে শিশুদের এভাবে চুরি করে এনে মোটা টাকায় বিক্রি করা হত। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিঃসন্তান দম্পতিদের হাতে তুলে দেওয়া হত শিশুগুলিকে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই চিকিতসক-সহ আরও ১০ জনকে গ্রেফেতার করেছে পুলিশ।

দত্তকের নামে জালিয়াতি, নথি জাল করে শিশু বিক্রি, গ্রেফতার চিকিৎসক-সহ ১০