এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটের (Air India Flight Crash) যাত্রীদের অগ্নিদ্বগ্ধ দেহ, দুর্ঘটনায় হতাহত বাসিন্দাদের ভিড় জমেছে আহমেদাবাদের সিভিল হাসপাতালে। শুক্রবার বিকেল থেকে যাত্রীদের মৃতদেহগুলি স্থানান্তরিত করা হচ্ছে হাসপাতালের মর্গে। এদিন সকাল থেকে শুরু হয়েছিল মৃতদেহগুলির ডিএনএ নমুনা সংগ্রহের প্রক্রিয়া। আসলে অধিকাংশ মৃতদেহ আগুনের পুড়ে এমনভাবে ঝলসে গিয়েছে যে তাঁদের সনাক্ত করা কোনওভাবেই যাচ্ছে না। সেই কারণে এদিন সকাল থেকেই শুরু হয়েছিল নমুনা সংগ্রহের কাজ। সেই প্রক্রিয়া শেষে হতেই মর্গের হিমঘরে ২৪১ জনের দেহ পাঠিয়ে দেওয়া হল।

ডিএনএ পরীক্ষা শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ

হাসপাতাল সূত্রে্র খবর, ইতিমধ্যের মৃতদের পরিবারের সদস্যদেরও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে ডিএনএ রিপোর্ট সামনে আসবে। তারপরই মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহগুলি। অন্যদিকে, বিমানটি আছড়ে পড়ার কারণে যে সমস্ত মেডিকেল পড়ুয়া বা স্থানীয় বাসিন্দাদের মৃত্যু হয়েছে, তাঁদের অধিকাংশের দেহ সনাক্ত করে পরিবারে্র হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উদ্ধার হয়েছে ব্ল্যাক বক্স

এদিকে এই ঘটনার তদন্তে নেমে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো অর্থাৎ এএআইবি ইতিমধ্যেই বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করে ফেলেছে। এই ব্ল্যাক বক্সে প্রতিটি ফ্লাইটের ডেটা রেকর্ড করা থাকে। এয়ার ইন্ডিয়া এআই ১৭১ ফ্লাইটের যে অংশটি মেডিকেল হোস্টেলের অংশে পড়েছে, সেখান থেকেই উদ্ধার হয়েছে ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার (ডিএফডিআর) অর্থাৎ ব্ল্যাক বক্স।