
পহেলগাম হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরছে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল। বিশেষ করে ভারতের সঙ্গে যে দেশগুলির সুসম্পর্ক রয়েছে, সেই দেশে আগামী ১০ দিন ধরে বিভিন্ন দল গিয়ে শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার রাশিয়ার মস্কোতে পৌঁছান ডিএমকে সাংসদ কানিমোঝির (Kanimozhi) নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দিনভর রাশিয়ার আইন প্রণেতাদের সঙ্গে বৈঠক চলে প্রতিনিধি দলের। বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে কড়া অবস্থান নিয়েছে, তা স্পষ্ট করেন কানামোঝিরা। সেই সঙ্গে রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা হয়।
ভারত-রাশিয়ার সম্পর্ক
কানামোঝি জানান, “বিগত কয়েকদিন ধরে আমাদের ওপর কীভাবে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে, সন্ত্রাসবাদ দমন করতে আমরা কতটা দৃঢ় রয়েছি, সেই সম্পর্কে ব্যাখ্যা দিতেই ভারতের তরফ থেকে বিশেষ প্রতিনিধি দল রাশিয়ায় পাঠানো হয়েছে। সেই দলের একজন সদস্য হয়ে বলতে চাই, রাশিয়ার সঙ্গে ভারতের খুব শক্তিশালী সম্পর্ক রয়েছে। ৮০ বছর ধরে দুই দেশই সমানভাবে এই সম্পর্ক বহন করে আসছে। আমরা মনে করি, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ব্যাখ্যা করার জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ”।
দেখুন কানিমোঝির বক্তব্য
#WATCH | Moscow, Russia: DMK MP Kanimozhi says, "... We have come all the way to explain our stand, what we have been facing, and also, it is very important for this delegation to be here in Russia. Russia has always been a very important strategic partner for India. We have had… pic.twitter.com/1jClpcuuTJ
— ANI (@ANI) May 23, 2025
সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ভারতের
ডিএমকে সাংসদের মতে, “এটাই প্রথমবার নয় যে পাকিস্তান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভারতের ওপর হামলা করেছে। পহেলগামে ২৬ জন নিরীহ মানুষদের হত্যা করার পাশাপাশি অতীতে কখনও সামরিক ঘাঁটি বা বেসামরিক এলাকায় হামলা চালিয়ে ভারতে অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে। কিন্তু ভারত প্রতিবারই শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী অনেক সংযম হয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছিল। কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান মোটেও সুবিধার নয়। তাই এখন আমাদের প্রধান লক্ষ্য সন্ত্রাসবাদ নির্মূল করার। আর এই পদক্ষেপে ভারত ও রাশিয়ার একত্রিত হওয়ার প্রয়োজন”।