নয়াদিল্লি: মহারাষ্ট্রের নাগপুর (Nagpur), মধ্যপ্রদেশের ভোপাল (Bhopal) ও তামিলনাড়ুর চেন্নাই (Chennai) থেকে ৯৫৫টি নানা প্রজাতির (different species) জীবন্ত শিশু গাঙ্গেয় কচ্ছপ (live baby Gangetic turtles)-সহ ৬ জনকে গ্রেফতার করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (Directorate of Revenue Intelligence)।
অর্থমন্ত্রক সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জায়গায় থাকা চোরাকারবারিদের ডেরায় তল্লাশি চালিয়ে কচ্ছপদের উদ্ধারের অভিযান চালাচ্ছে ডিআরআই। গতকাল দেশের তিনটি জায়গায় হানা দিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে ৯৫৫টি শিশু কচ্ছপ। উদ্ধার হওয়া কচ্ছপদের মধ্যে ভারতীয় টেন্ট কচ্ছপ (Indian Tent Turtle), ভারতীয় ফ্ল্যাপশেল কচ্ছপ (Indian Flapshell Turtle), ক্রাউন রিভার কচ্ছপ (Crown River Turtle), কালো দাগযুক্ত/পুকুর কচ্ছপ (Crown River Turtle) এবং বাদামী ছাদযুক্ত কচ্ছপ (Brown Roofed Turtle)। আরও পড়ুন: PM Modi & Little Girl: জনসভায় ছোট্ট শিশুকন্যাকে আর্শীবাদ করলেন প্রধানমন্ত্রী মোদি, মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো
দেখুন ছবি:
The Directorate of Revenue Intelligence (DRI) apprehended 6 persons with 955 live baby Gangetic turtles of different species at Nagpur, Bhopal and Chennai yesterday. The Officers of DRI chalked out an intricate all-India plan to apprehend the offenders at different locations in… pic.twitter.com/1BSgW4efDl
— ANI (@ANI) October 1, 2023