তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ডিন্ডিগুলে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে তিন লাখ টাকা অনুদানের কথা ঘোষণা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, যারা গুরুতর আহত হয়েছেন তাদের এক লাখ এবং যাদের হালকা ক্ষত আছে তাদের ক্ষতিপূরণ হিসাবে ৫০ হাজার টাকা দেওয়া হবে।
বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুর ডিন্ডিগুল-ত্রিচি হাইওয়ের কাছে গান্ধী নগর এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের বিধ্বংসী আগুনে প্রাণ হারান ৬ জন, আহত হয়েছেন অন্ততপক্ষে ২৬ জন। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন, পৌঁছে যায় ১০টি অ্যাম্বুলেন্স। হাসপাতাল থেকে উদ্ধার করা হয় অন্যান্য রোগীদের।
ডিন্ডিগুলের জেলা কালেক্টর এম এন পুনগোদি বলেন, “বেসরকারি হাসপাতালটিতে আগুন লাগার পর এখানকার রোগীদের উদ্ধার করে কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিছু হতাহতের ঘটনা ঘটতে পারে, তবে ডাক্তারদের কাছ থেকে নিশ্চিত হওয়ার পর আমরা মৃত্যুর সংখ্যা নিশ্চিত করব।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে মৃত্যু হয়েছে ৬ জনের এবং ২৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন আইসিইউতে রয়েছে এবং অন্যরা সামান্য পোড়া আঘাতের পরে সুস্থ হচ্ছেন। অগ্নি দুর্ঘটনার কারণ শর্ট সার্কিট বলা হলেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।
#TamilNadu of Rs. 3 lakh for the families of those killed in the hospital fire at Dindigul. #Dindigul | #HospitalFire pic.twitter.com/r69kdqNeIT
— All India Radio News (@airnewsalerts) December 13, 2024