মুর্শিদাবাদে সাম্প্রতিক বোমা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় । তাঁর কথায়, মুর্শিদাবাদ বোমা ও বন্দুকের আঁতুরঘর। সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "মুর্শিদাবাদ বোমা এবং বন্দুকের আঁতুড়ঘর। এগুলি বাইরে থেকে আসে এবং এখান থেকেই বাংলাদেশে পাঠানো হয়। বন্দুক মজুত করে রাখা বড় বড় কারখানা এবং বড় গুদাম রয়েছে। সরকারের পদক্ষেপ নেওয়ার কথা, কোনও আইন প্রয়োগকারী সংস্থা সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে না।"
#WATCH | Kharagpur, West Bengal: On a 4-year-old girl kidnapped and allegedly raped in Kolkata, BJP leader Dilip Ghosh says, "From RG Kar to Kolkata to villages in West Bengal, women safety is a matter of concern. A 4-year-old girl has to go through this; this is happening with… pic.twitter.com/UUjIpcek9X
— ANI (@ANI) November 10, 2025
মহিলাদের প্রতি অত্যাচার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "গ্রামাঞ্চলে মাঝেমধ্যেই ধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে। মেয়ে ও মহিলাদের ধর্ষণ এখানে একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছে এবং সরকার কোনও পদক্ষেপ নিতে চায় না। কাউকে শাস্তি দেওয়া হচ্ছে না। এই কারণেই এই ধরনের ঘটনা ক্রমাগত ঘটছে।" সরকারি ও সরকার পোষিত স্কুলে প্রার্থনায় রবীন্দ্রনাথ ঠাকুরের 'বাংলার মাটি, বাংলার জল' গান বাধ্যতামূলক করার বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "আমি জানি না এটি কোন রাজ্যের গান অথবা স্কুলে গাওয়া হয় কিনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এমন কিছু চায় যা মানুষের কাছে খবরে পরিণত হয়। তাই এর আসলে কোনও অর্থ নেই।"