প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লিঃ মা(Mother) মারা গিয়েছেন অনেক আগেই। বাবা(Father) মানসিক ভারসাম্যহীন(Mentally Retarded)। মায়ের মৃত্যুর পর আত্মীয়-স্বজনেরা জমিজমা কেড়ে নিয়েছে। তাই বাবাকে নিয়ে এক পরিত্যক্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থাকতে শুরু করেন বছর ২২ এর এক তরুণী। সেখানেই প্রতিদিন রাত ১০ টার পর হামলা করত ৭ যুবক। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজা ভিতর থেকে বন্ধ করার ব্যবস্থা না থাকায় অবাধে সেখানে প্রবেশ করত অভিযুক্তরা। বিগত এক মাস ধরে তাঁকে লাগাতার গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। রাত ২ টো পর্যন্ত চলত নির্যাতন। ঘটনাটি ঘটেছে ওড়িশার(Odisha) (Dhenkanal)। এমনকী যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও যৌন নির্যাতন বন্ধ হয়নি বলে পুলিশ সূত্রে খবর। শুধু তাই নয় অভিযুক্তদের মধ্যে কয়েকজনের পরিবারকে গোটা ঘটোনাটি জানালেও কোনও কাজ হয়নি। উলটে আরও সাহস পেয়ে যায় অভিযুক্তরা। এরপর মানবাধিকার কমিশনের সহায়তায় পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে রবিবার ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকি ৩ জনের খোঁজ চালানো হচ্ছে। অন্যদিকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে নির্যাতিতার বাবাকে। ইতিমধ্যেই নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

একা পেয়ে তরুণীকে ৭ মাস ধরে লাগাতার গণধর্ষণ