নয়াদিল্লিঃ সর্বভারতীয় নিট পরীক্ষা (NEET 2024) বাতিলের দাবি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। পুনরায় পরীক্ষা নেওয়ার মতো দুর্নীতির প্রমাণ মেলেনি বলে জানিয়েছে আদালত। আর সুপ্রিম কোর্টের এই রায়ে বেজায় খুশি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। এই রায়কে 'যুবদের জয়' বলেই আখ্যা দিয়েছেন তিনি। আদালতের এই রায়ের পরই বিরোধীদের সব আক্রমণের পাল্টা জবাব দিতে ভুললেন না প্রধান। মঙ্গলবার, সুপ্রিম কোর্টে নিট পরীক্ষা বাতিলের আবেদন খারিজ হতেই শিক্ষামন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ের পর আমি একটাই কথা বলতে চাই, সত্যমেব জয়তে।" এরপরই বিরোধীতে কটাক্ষ করে ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, "গতকাল পর্যন্ত লোকসভার বিরোধী দলনেতার আচরণ অন্যরকম ছিল। দেশের শিক্ষা ব্যবস্থাকে ‘রাবিশ’ বলতেও ছাড়েননি তিনি। যদিও এই ধরনের আচরণ ওঁর মানসিক অবস্থা স্পষ্ট করে।" এরপর রাহুল গান্ধীকে সরাসরি আক্রমণ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সাফ জানান,দেশের পড়ুয়া এবং তাদের অভিভাবকদের কাছে ওঁর ক্ষমা চাওয়া উচিত। তাঁর কথায়, "দেশের পড়ুয়াদের বিভ্রান্ত করে যে ভাবে ভুল পথে চালনআ করার চেষ্টা করেছেন তার জন্য রাহুল সহ বিরোধী পক্ষে তাহকা সকলের পড়ুয়া এবং তাদের পরিবারের কাছে ক্ষমা চাওয়া উচিত। এই দায়িত্বহীন আচরণের জন্য দেশ আপনাদের ক্ষমা করবে না। রাজনৈতিক শত্রুতাকে চরিতার্থ করতে গিয়ে দয়া করে পড়ুয়াদের ভুল পথে চালনা করবেন না। কারণ পড়ুয়ারাই দেশের ভবিষ্যত।"
Dharmendra Pradhan, after SC ruling on NEET-UG, targets Rahul Gandhi, says 'he should apologise to students'#RahulGandhi #DharmendraPradhan #NEETUG2024Exams https://t.co/6CgOiO3vMv
— IndiaTV English (@indiatv) July 23, 2024