আর কয়েক মাস পরেই হতে চলেছে কর্ণাটক বিধানসভা নির্বাচন (Karnataka Elections 2023)। দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য যেখানে বিজেপি ক্ষমতায়। কর্ণাটকে পদ্ম-রাজ ধরে রাখতে এবার দেওয়া দেওয়া হল কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাকে।
ইয়েদুরাপ্পাকে সরিয়ে মুখ্যমন্ত্রী আনার পর বাসবরাজ বোম্মাই (CM Basavraj Bommai)-কে আনার পর কর্ণাটকে পদ্মের হাল আরও খারাপ হয়েছে। গদি ধরে রাখার কঠিন লড়াইয়ে তাই ওডিশা থেকে উঠে এসে দিল্লির বিজেপি রাজনীতিতে বড় তারকা হয়ে ওঠা ধর্মেন্দ্রকেই দক্ষিণে গড় সামলানোর দায়িত্ব দেওয়া হল। আরও পড়ুন-নির্বাচনকে মাথায় রেখে মুখ্যমন্ত্রীর নতুন গাড়িতে নম্বর প্লেটে সংখ্যার চমক
দেখুন টুইট
Union Minister Dharmendra Pradhan appointed as the BJP's Incharge and Tamil Nadu BJP president K Annamalai appointed as the Co-Incharge for the upcoming #KarnatakaElection2023 pic.twitter.com/UZQIonyXdQ
— ANI (@ANI) February 4, 2023
পাশাপাশি তামিলনাড়ুর রাজনীতিতে দাবাংয়ের ভূমিকায় থাকা নিজেকে রজনিকান্তের সঙ্গে তুলনা করা কে আন্নামালাকেও কর্ণাটককে বিজেপিকে জেতানোর দায়িত্ব দেওয়া হল।