Air India Flight (Photo Credits: Wikimedia Commons)

নয়াদিল্লিঃ জুন মাসের ১২ তারিখের আমেদাবাদের বিমান বিপর্যয়ের (Ahmedabad Plane Crash) কথা ভোলেনি দেশবাসী। আমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার (Air India Dreamliner)। আর এই দুর্ঘটনার পরই কড়া অডিট শুরু করে দেশের বিমান পরিবহণের নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। প্রায় একমাসব্যাপী অডিটে এয়ার ইন্ডিয়ার বিমানী ৫৫ গলতি খুঁজে বের করল কর্তৃপক্ষ। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, ৫৫ টি গলতির মধ্যে ১১ টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ডিজিসিএর রিপোর্টে পাইলটদের প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব, বিমানে পর্যাপ্ত ক্রু-এর অনুপস্থিতি, বিমানের ইঞ্জিনের যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণের অভাবের মতো বেশকিছু গাফিলতি উঠে এসেছে। মূল যে ১১ টি গাফিলতির কথা উঠে এসেছে ডিজিসিএ-এর অডিট রিপোর্টে সেগুলিতে আজ, ৩০ জুলাইয়ের মধ্যে আলোকপাত করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। বাকি ৪৪ টি গাফিলতি শুধরে নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে আগামী ২৩ অগস্ট পর্যন্ত।

এক মাসে এয়ার ইন্ডিয়ার ৫৫ গলতি খুঁজে পেল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন

উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরেই এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে বারে বারে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় এয়ার ইন্ডিয়া নিয়ে বিবিধ অভিযোগ সামনে এসেছে। কখনও বিমানের সিট ভাঙা কখনও আবার অপরিষ্কার কেবিন একাধিক অভিযোগ সামনে আসে টাটা গোষ্ঠীর অধীনস্থ এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে।

 এক মাসে এয়ার ইন্ডিয়ার ৫৫ গলতি খুঁজে পেল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন