শিলং, ২১ এপ্রিল: অতিমারি কোভিডের কারণে উল্টে পাল্টে গেছে গোটা বিশ্ব। যখন আজ থেকে ১০০ বছর পরে ঐতিহাসিকরা ইতিহাস লিখবেন, তখন দুটি ভিন্ন সময়কাল থাকবে। তারমধ্যে একটি হল B.C., i.e. অর্থাৎ কোভিড পূর্ববর্তী সময়। দ্বিতীয় সময়কাল হল A.C., যার অর্থ কোভিড পরবর্তী সময়। বুধবার বেঙ্গালুরুর নারায়ণা হেলথের চেয়ারম্যান তথা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবি প্রসাদ শেট্টি (Devi Prasad Shetty)একথা বলেন। শিলং আইআইএম-এর ১৩-তম সমাবর্তনে অংশ নেন চিকিৎসক দেবি প্রসাদ শেট্টি।
তিনি কর্ণাটকের কোভিড বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান। সমাবর্তনে বক্তব্য রাখতে উঠে দেবি প্রসাদ শেট্টি জীবনে সফল হওয়ার, পরিবর্তন আনার এবং এই পৃথিবীকে বসবাসের ভাল জায়গা হিসেবে গড়ে তোলার জন্য ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখেন। তিনি বলেন, "জীবনে যাই করোনা কেন উদ্দেশ্য স্থির করে নাও। পারিপার্শ্বিক যেমনই হোক না কেন, উদ্দেশ্য যেন অল থাকে। তাই একটা উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলো। যে উদ্দেশ্য সাধিত হলে তুমি নিজেই পৃথিবীকে বসবাসের উপযোগী করে তুলতে পারবে। "