দিল্লির কুখ্যাত অপরাধী ও গ্যাংস্টার দীপক বক্সারকে মোক্সিকো থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ২ সদস্যের দল বুধবার মেক্সিকো থেকে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরন করে সকাল ৬ টার সময়।
বিভিন্ন ধরনের অপরাধ ও দিল্লির এক বিল্ডারকে খুনের যোগে তাকে জেরা করা হবে বলে জানা গেছে। একদা বক্সিংয়ে জাতীয় পুরষ্কার পাওয়া দীপক মেক্সিকোর মধ্যে দিয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করছিল। ভারতে আমেরিকান এম্ব্যাসির সাহায্য নিয়ে তাকে ধরার ব্যবস্থা করে দিল্লি পুলিশ।
দেশের বাইরে এই প্রথম একজন অপরাধীকে ধরল দিল্লি পুলিশ। ১০ টি গুরুত্বপূর্ণ মামলায় মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিল দীপক বক্সারের নাম।
হরিয়ানার সোনিপতের বাসিন্দা দীপক ২০২১ সালে গোগি গ্যাংয়ের কর্ণধার জিতেন্দ্র মানকে রোহিনী কোর্ট কমপ্লেক্সে ২ জনের মাধ্যমে খুন করে ।
#WATCH | Detained gangster Deepak Boxer has been brought to Delhi airport from Mexico. Special CP, Special Cell HGS Dhaliwal was also present at the airport.
He was absconding in many cases including the murder of a builder in Delhi's Civil Lines. pic.twitter.com/z5dF3TeiXx
— ANI (@ANI) April 5, 2023