রোহতাক (হরিয়ানা), ১৯ জানুয়ারি: দু মাসের ব্যবধানে ফের প্য়ারোলে জেল থেকে ছাড়া পাচ্ছেন গুরমিত রাম রহিম সিং (Gurmeet Ram Rahim Singh)। সব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে আরও একবার প্যারোল পেয়ে গেলেন ধর্ষণে অভিযক্ত ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং। এবার স্বঘোষিত গডম্যান গুরমিত রাম রহিম জেলে থেকে ৫০ দিনের 'ছুটিতে'বাড়ি ফিরবেন। পরিসংখ্যান ঘাটলে দেখা যাচ্ছে, গত কয়েক বছর ধরে বছরে গড়ে অন্তত মাস দেড়-দুয়েক জেল থেকে ছাড়া পেয়ে আরামসে থাকছেন রাম রহিম। বিরোধীরা বলেন, ভোটের সময় এলেই রাম রহিমের প্যারোল হয়ে যায়। ডেরার দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছিল হরিয়ানার পঞ্চকুলা আদালত। এই ঘটনার কথা প্রকাশ্যে আনার জন্য খুন হতে হয় এক সাংবাদিককে। সেই খুনের ঘটনায় আরও তিনজনের সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম। এছাড়াও ২০০২ সালে ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে খুনের ঘটনায় দোষীর তালিকায় রয়েছে তাঁর নাম।
হরিয়ানার রোহতাকের সুনারিয়া জেল থেকে প্য়ারেলে মুক্ত হয়ে একেবারে ভিভিআইপি-র মত ডেরায় ফিরবেন রাম রহিম। আশ্রমের অসহায় দুই শিষ্যাকে ধর্ষণ, খুনের হুমকিতে অভিযুক্ত হয়ে ২০ বছরের জেলের সাজা খাটছেন গুরমিত। কিন্তু জেলে থাকলেও তাঁর বিপুল সংখ্যক ভক্তকূল এখনও হরিয়ানার রাজনীতিতে বড় বূমিকা নেয়। আর তাই পরিসংখ্যান ঘাটলে দেখা যাচ্ছে, গত কয়েক বছর ধরে প্রতি বছরই গড়ে অন্তত মাস দেড়-দুয়েক জেল থেকে ছাড়া পেয়ে আরামসে থাকছেন রাম রহিম। আরও পড়ুন-অযোধ্যায় রাম মন্দিরে এলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দেখুন ভিডিয়ো
দেখুন খবরটি
Haryana | Dera Sacha Sauda chief Gurmeet Ram Rahim Singh, who is lodged in Sunaria prison in Rohtak district, has been granted 50-day parole.
(file pic) pic.twitter.com/tuSuS0eIIW
— ANI (@ANI) January 19, 2024
গত বছর প্য়ারোলে ছাড়া পেয়ে তরোয়াল হাতে খেল দেখাচ্ছিলেন। তাঁর প্যারোল নিয়ে ফের কাঠগড়ায় হরিয়ানার বিজেপি সরকার। গত বছর নভেম্বরেই ২১ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন রাম রহিম। দুই শিষ্যাকে ধর্ষণের পাশাপাশি, তাঁর ম্যানেজারকে খুনের দায়েও সাজা পেয়েছেন গুরমিত রাম রহিম।